.

.

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

রূপচর্চার কিছু ভুল ধারণা

By on ৩:০৫ PM
রূপচর্চার ক্ষেত্রে অনেক ভুল ধারণা রয়েছে যা আমরা অনেকেই বিশ্বাস করি। কিন্তু এসব ধারণা অনেক ক্ষেত্রেই সত্য নয়। তাই আসুন জেনে নিই রূপচর্চার এমনই কিছু ভুল ধারণা সম্পর্কে।
– নিয়মিত শ্যাম্পুর ব্র্যান্ড পরিবর্তন না করলে তা কাজ করে না- এটা পুরোপুরি ঠিক না। কেউ চাইলে এক শ্যাম্পুই সব সময় ব্যবহার করতে পারেন। পরিবর্তন করে ব্যবহার না করলে তা কাজ করবে না—এ কথা সঠিক নয়।
– রাতে মাথায় তেল দিয়ে শক্ত করে বেণি করে রাখলে চুল দ্রুত লম্বা হয় এই ধারণাও ভুল। বরং প্রতি রাতে চুল শক্ত করে বেঁধে রাখলে চুলের গোড়া নরম ও দুর্বল হয়ে যায়।
– অনেকে বলেন, একটি পাকা চুল তুললে সেই জায়গায় আরও দুটি পাকা চুল ওঠে। তবে এটা একেবারেই ভুল ধারণা। পাকা চুল তুলে ফেলার কারণে সেখানে আরো বেশি পাকা চুল উঠার কোনো সম্ভাবনা নেই।
আরও দেখুন এখানে 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন