.

.

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

বেশি শাসনের ফল বিরূপ

By on ২:১০ PM
সব বাবা-মা চান তাদের আদরের সন্তান বেড়ে উঠুক ভদ্রভাবে। দুষ্টুমি আচরণ ঝেড়ে বাচ্চার মধ্যে থাকুক বাঞ্চিত আচরণ বোধ। আর তাই শাসন আর আদরের মাঝে তাকে বড় করে তোলা হয়। অথচ মাঝে মাঝে আদরের চেয়ে শাসনের মাত্রাটা একটু বেশিই হয়ে যায়। কিছু অভিভাবক সন্তানকে শাসন করতে গিয়ে রীতিমতো অতিষ্ট করে তোলেন। ফলে সন্তানের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। সন্তানটি নৈতিকতা হারিয়ে উল্টো বখাটে হয়ে যায়। তাদের স্বভাবে গেঁথে যায় বেশ কিছু আচরণ। যেমন-
যখন তখন বকাঝকা ও অতিরিক্ত কড়া শাসন আপনার সন্তানকে মিথ্যা বলায় পটু করে তুলতে পারে। ছোট খাটো অন্যায় স্বীকার করলে বাবা-মা বকা দেবে এই ভয়ে সন্তান ছোট খাটো ব্যাপারে মিথ্যা বলার অভ্যাস গড়ে তোলে। এভাবে ছোট ছোট মিথ্যা বলে বড় অপরাধ করেও লুকানোর চেষ্টা করবে। এমন পরিস্থিতি না চাইলে সন্তানকে আপনার বন্ধুতে পরিণত করুন। আপনার সঙ্গে তার ভালো-মন্দ ভাগাভাগি করে নেয়ার অভ্যাস গড়ে তুলুন। এর ভেতর থেকে তার ভুলগুলো শুধরে দিতে পারেন সহজে।
আরও দেখুন এখানে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন