.

.
প্রথম শীর্ষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রথম শীর্ষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা জোরদার

By on ১০:২৫ AM
বিশ্ব ইজতেমাকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইজতেমা মাঠসহ পুরো টঙ্গী এলাকাজুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৬ হাজারেরও বেশি পুলিশ ও র‌্যাব সদস্য। আগামী ৮ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা। প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বে তিন দিনের ইজতেমা শুরু হবে। ১৭ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। আরও দেখুন এখানে

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আজও স্মৃতিপটে অম্লান শহীদ বুদ্ধিজীবীরা

By on ৩:৪৫ PM
ক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবনা।
দু:সহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
আসলেই ভুলে যাওয়ার মতো নয় বাংলার বুকে ঘটে যাওয়া রক্তাক্ত সেই দিনগুলোর কথা। অনেক হাজার প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলা। সেই দিনগুলোর কথা মনে করলেই যেন বাংলার মানুষের বুক আজও কেঁপে উঠে। হয়তো দেশপ্রেম জেগে উঠার কারণে, হয়তোবা যুদ্ধে প্রাণ হারানো আমাদের ভাইবোনদের আর্তনাদ-চিৎকারের কথা মনে হয়ে। আর যুদ্ধের সময় বাঙালি যে সম্পদ হারিয়েছে, তা হয়তো আজকের এই আধুনিক যুগে এসেও পূরণ হয়নি।
আরও দেখুন এখানে 

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

যে দেশে ডাক্তার ডাকতে হয়না

By on ৪:১২ PM
পৃথিবীতে এমন দেশ আছে; যে দেশে ডাক্তার ডাকতে হয়না, ডাক্তার নিজেই এসে রোগী দেখে যায়।অবাক লাগছে না! যেখানে আমাদের দেশে ডাক্তারের পরামর্শ পেতেই লম্বা সিরিয়াল দিতে হয়। আর এমন ঘটনাতো প্রায়ই ঘটছে, অপেক্ষা করতে করতে রোগী মারা গেছে।
অথচ কিউবাতে যে ডাক্তার বা যে ক্লিনিকটির আওতায় যতগুলো পরিবার চিকিৎসাধীন থাকবে প্রতিবছরই তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা সেই ডাক্তার বা ক্লিনিকের দ্বায়িত্ব। নাগরিকেরা যদি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের কাছে বা ক্লিনিকে আসতে না চায় তাহলে তার বাড়িতে যাওয়া হবে, এবং যেখানেই থাকুক তাকে খুঁজে বের করা হবে।
আরও দেখুন এখানে 

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

ইউনাইটেড হাসপাতালে ভাংচুর

By on ২:৫৪ PM
গুলশানের ইউনাইটেড হাসপাতালে রোগীর সাথে দেখা করতে না দেওয়ায় তার স্বজনরা হাসপাতালের ভেতর ভাংচুর করেন এবং সেবার নামে বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানান গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম ।
জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রহমান হাওলাদারের ভাই আবদুল বারী দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৬ দিন আগে অস্ত্রোপচারের পর তাকে সিসিইউতে রাখা হয়েছে।
আরও দেখুন এখানে 

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্কয়ার হাসপাতালের জরিমানা

By on ৭:৫১ PM
রাজধানীর স্কয়ার হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় হাসপাতালটিকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত স্কয়ার হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযান করে দেখা গেছে, হাসপাতালটির আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটের কোনো লাইসেন্স নেই। ক্লিনিক এবং ল্যাবের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও দেখুন এখানে 

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

এই দিনে হানাদারমুক্ত হয় ৭ জেলা

By on ২:০৫ PM
১৯৭১ সালের আজকের দিনে (৮ ডিসেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় মৌলভীবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পটুয়াখালী, মাদারীপুরের কালকিনি ও ময়মংসিংহের ভালুকা উপজেলা। চলুন জেনে নিই ১৯৭১ সালের এই দিনটির কথা:
মৌলভীবাজার: ৮ ডিসেম্বর। একাত্তর সালের এই দিনে মৌলভীবাজার পুরোপুরি হানাদারমুক্ত হয়। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় ৫ ডিসেম্বর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতিরক্ষা ভেঙে পড়তে শুরু করে। পাক সেনারা তখন সিলেটের দিকে পালাতে শুরু করে। পালানোর সময় তাদের এলোপাথাড়ি গুলিতে অনেক নিরীহ মানুষ শহীদ হন। সিলেটে যাওয়ার পথে পাক বাহিনী শেরপুরে অবস্থান নিলে সেখান থেকেও তাদের বিতাড়িত করা হয়। এতে ৮ ডিসেম্বর মৌলভীবাজার পুরোপুরি হানাদারমুক্ত হয় এবং আকাশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।
চাঁদপুর: ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্তি পেয়েছিল চাঁদপুর জেলা। লাকসাম ও মুদাফ্ফরগঞ্জ মুক্ত হবার পর তৎকালীন চাঁদপুর মহকুমা জেলায় সর্বশেষ যুদ্ধ সংঘটিত হয়েছিল ৭ ডিসেম্বর। মিত্রবাহিনী এবং মুক্তিযোদ্ধারা সড়কপথে হাজীগঞ্জ দিয়ে ৬ ডিসেম্বর চাঁদপুর আসতে থাকলে হানাদার বাহিনী প্রতিরোধের সম্মুখীন হয়। ভারতের মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধারা যৌথ আক্রমণ চালান। যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান ৩৯ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খান পাকসেনাদের নিয়ে চাঁদপুর থেকে পলায়ন করেন। হাজীগঞ্জে ৩৬ ঘণ্টার এবং বড় স্টেশন এলাকায় তীব্র লড়াইয়ের পর ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত হয়।
আরও দেখুন এখানে

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

মহানগর এলাকায় পুলিশি সেবা

By on ৫:৪৬ PM

ঢাকার গাজীপুর ও রংপুর বিভাগের মহানগর এলাকায় পুলিশি সেবা নিশ্চিত করতে দু’টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন দুটি হলো গাজীপুর মহানগর পুলিশ আইন (২০১৫) ও রংপুর মহানগর পুলিশ আইন (২০১৫)।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও দেখুন এখানে