.

.

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

যে দেশে ডাক্তার ডাকতে হয়না

By on ৪:১২ PM
পৃথিবীতে এমন দেশ আছে; যে দেশে ডাক্তার ডাকতে হয়না, ডাক্তার নিজেই এসে রোগী দেখে যায়।অবাক লাগছে না! যেখানে আমাদের দেশে ডাক্তারের পরামর্শ পেতেই লম্বা সিরিয়াল দিতে হয়। আর এমন ঘটনাতো প্রায়ই ঘটছে, অপেক্ষা করতে করতে রোগী মারা গেছে।
অথচ কিউবাতে যে ডাক্তার বা যে ক্লিনিকটির আওতায় যতগুলো পরিবার চিকিৎসাধীন থাকবে প্রতিবছরই তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা সেই ডাক্তার বা ক্লিনিকের দ্বায়িত্ব। নাগরিকেরা যদি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের কাছে বা ক্লিনিকে আসতে না চায় তাহলে তার বাড়িতে যাওয়া হবে, এবং যেখানেই থাকুক তাকে খুঁজে বের করা হবে।
আরও দেখুন এখানে 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন