.

.
বিশেষ প্রতিবেদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশেষ প্রতিবেদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

পরিচ্ছন্নতার বছর ২০১৬ সাল

By on ১০:৪৪ AM
আসন্ন ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর বলে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই লক্ষ্যে যোগব্যায়ামসহ অভিনব সব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকাবাসীদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম এবং ‘মেডিটেশন’ বা ধ্যান এ উৎসাহিত করার কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মেয়র সাইদ খোকন বলেছেন, ‘মানসিক সুস্থতার জন্য প্রতি মাসে বা তিন মাসে অন্তত একদিন নগরবাসীকে সাদা-জামা পরতে উৎসাহিত করা হবে। সাদা রং পরিচ্ছন্নতার প্রতীক, আমরা হোয়াইট শার্ট ডে ঘোষণা করবো।’
তিনি উল্লেখ করেন, ‘পরিচ্ছন্নতা শুধু শহরের বা শহরের রাস্তাঘাটের নয়, শহরের বাসিন্দা2015-06-28-1435529250-3400116-yoga_3-thumbদের শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। আরও দেখুন এখানে

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

স্মৃতিস্তম্ভ

By on ৩:৪৮ PM
  আলাউদ্দিন আল আজাদ
স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনও
চার কোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে ভিত কখনো কোনো রাজন্য
পারে নি ভাঙ্গতে
হীরার মুকুট নিল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে
যার বুনি ধান
গুন টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
ইটের মিনার
ভেঙেছে ভাঙ্গুক! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চার কোটি পরিবার।
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু?
হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং
সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার
হয় প্রপাতের মহনীয় ধারা, অনেক কথার
পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল?
আরও দেখুন এখানে 

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করছে অতীশ দীপঙ্কর

By on ৭:৪৯ PM
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরার স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং ২০১৬ সেশনের পাঠদান শুর করার সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। শুধু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেই এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করার দীর্ঘ দিনের প্রত্যাশা পূর্ণ হবে ।
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করার লক্ষে ২০০৪ সালে ১৮ আগস্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর দক্ষ জনশক্তি তৈরির জন্য এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। সময়ের ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে, রাজধানী ঢাকাতে অত্র বিশ্ববিদ্যালয়ের ৪টি শাখা ইউনিট ক্যাম্পাস স্থাপন করা হলেও পরবর্তীতে সরকার ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত মোতাবেক ২০১৪ সাল থেকে শাখা ইউনিটে ভর্তি বন্ধ করা হয়।
আরও দেখুন এখানে

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

বেশি শাসনের ফল বিরূপ

By on ২:১০ PM
সব বাবা-মা চান তাদের আদরের সন্তান বেড়ে উঠুক ভদ্রভাবে। দুষ্টুমি আচরণ ঝেড়ে বাচ্চার মধ্যে থাকুক বাঞ্চিত আচরণ বোধ। আর তাই শাসন আর আদরের মাঝে তাকে বড় করে তোলা হয়। অথচ মাঝে মাঝে আদরের চেয়ে শাসনের মাত্রাটা একটু বেশিই হয়ে যায়। কিছু অভিভাবক সন্তানকে শাসন করতে গিয়ে রীতিমতো অতিষ্ট করে তোলেন। ফলে সন্তানের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। সন্তানটি নৈতিকতা হারিয়ে উল্টো বখাটে হয়ে যায়। তাদের স্বভাবে গেঁথে যায় বেশ কিছু আচরণ। যেমন-
যখন তখন বকাঝকা ও অতিরিক্ত কড়া শাসন আপনার সন্তানকে মিথ্যা বলায় পটু করে তুলতে পারে। ছোট খাটো অন্যায় স্বীকার করলে বাবা-মা বকা দেবে এই ভয়ে সন্তান ছোট খাটো ব্যাপারে মিথ্যা বলার অভ্যাস গড়ে তোলে। এভাবে ছোট ছোট মিথ্যা বলে বড় অপরাধ করেও লুকানোর চেষ্টা করবে। এমন পরিস্থিতি না চাইলে সন্তানকে আপনার বন্ধুতে পরিণত করুন। আপনার সঙ্গে তার ভালো-মন্দ ভাগাভাগি করে নেয়ার অভ্যাস গড়ে তুলুন। এর ভেতর থেকে তার ভুলগুলো শুধরে দিতে পারেন সহজে।
আরও দেখুন এখানে

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ভ্যাট চেকার অ্যাপ

By on ৫:৪৪ PM
একটি দেশের আয়ের অন্যতম উৎস হলো ভ্যাট। ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের কাছ থেকে আদায় করা এই অর্থেই উন্নয়নমূলক কাজ করে থাকে সরকার। জরিপে দেখা যায় প্রতিনিয়ত শত শত প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে। তবুও অত্যাধুনিক প্রযুক্তির অভাবে অধরাই থেকে যাচ্ছে এসব ব্যাবসায়ীরা।
সম্প্রতি এই সমস্যার সমাধান এনেছে ভ্যাট চেকার অ্যাপ। যা ব্যবহার করে আপনিও ধরিয়ে দিতে পারবেন ভ্যাট ফাঁকিবাজদের, যাচাই করতে পারবেন আপনার দেওয়া ভ্যাট, প্রতিষ্ঠানটি সত্যিই সরকারকে দিচ্ছে কিনা। আর এই অভাবনীয় আবিষ্কার কোন বিদেশি সংস্থা বা ব্যাক্তির নয়, একদল তরুণ বাংলাদেশির ।
এনামেলবিডির ফাউন্ডার ও অ্যাপ ডেভেলপার মোঃ জুবায়ের হোসেন তৈরি করেছেন এই কার্যকরী অ্যাপ। তরুণ এই অ্যাপ ডেভেলপারের সহযোগিতায় ছিলেন, এনামেলবিডির কো-ফাউন্ডার আসিফ কামাল তূর্য, মার্জিয়া প্রভা ও ইশতিয়াক মিশান।
12358262_1117148291663702_1726522086_nপ্রতিক্ষণকে দেয়া সাক্ষাতকারে জুবায়ের বলেন, ‘দেশেকে রাজস্ব ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশেই এই আইডিয়া মাথায় আসে।’  
জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রত্যেক প্রতিষ্ঠানকেই একটি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যেটাকে আমরা বিআইএন বলি। পুরো অর্থ বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার । আরও দেখুন এখানে