.

.
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

By on ১০:৩১ AM
আগামী ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। ঐদিন সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এ উপলক্ষে দেশের সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার (১ জানুয়ারি) খোলা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা (উপসচিব) সুবোধ চন্দ্র ঢালী বলেন, ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের জন্যই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন স্কুল খোলা থাকলেও কোনো ক্লাস হবে না। আরও দেখুন এখানে

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্কয়ার হাসপাতালের জরিমানা

By on ৭:৫১ PM
রাজধানীর স্কয়ার হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় হাসপাতালটিকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত স্কয়ার হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযান করে দেখা গেছে, হাসপাতালটির আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটের কোনো লাইসেন্স নেই। ক্লিনিক এবং ল্যাবের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও দেখুন এখানে 

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

নির্বাচনী প্রচারণায় খালেদার নিরাপত্তায় পুলিশ

By on ২:৪৮ PM
পৌর নির্বাচনের প্রচারণায়  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুলিশ নিরাপত্তা দেবে। তবে ইসির নির্দেশনার বাইরে পুলিশ বাড়তি কোনো সুবিধা দেবে না।
বেগম খালেদা জিয়া বর্তমানে চলাফেরার সময় গাড়িবহরের সঙ্গে পুলিশের ৬ সদস্যের প্রটেকশন টিম থাকছে। এছাড়া খালেদা জিয়ার বাসভবন ও গুলশান কার্যালয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। ইসির আচরণবিধি অনুযায়ী বেগম খালেদা জিয়া পৌর নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন। রোববার ইসি কার্যালয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সংসদের বাইরে থাকায় খালেদা জিয়ার পৌর নির্বাচনের প্রচারণায় নামতে বাধা নেই বলে জানান।
তবে প্রচারণার সময় পথসভার নামে তিনি শোভাযাত্রা বা জনসভা করতে পারবেন না বলে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আইন বা বিধি ভঙ্গ করলে যেই হোন তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকারও আহ্বান জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
আরও দেখুন এখানে

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

খেজুরের কাঁচা রস পানে মৃত্যুঝুঁকি

By on ৫:০৭ PM
শীতকালে খেজুরের রস খায় না এমন মানুষ পাওয়া কঠিন। বিশেষ করে গ্রামাঞ্চলে ছোটছোট শিশু থেকে শুরু করে বড়রাও খেজুর গাছের নিচে দাঁড়িয়ে হাঁ করে গাছ থেকে টপটপ করে পরা খেজুরের কাঁচা রস খেতে প্রচণ্ড ভালবাসে। কিন্তু এই কাঁচা রস পান যে বিষ পানের সমতুল্য তা হয়তো আমরা অনেকেই জানি না। হ্যাঁ, খেজুরের এই কাঁচা রস পানে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে মৃত্যুও হতে পারে। আসুন জেনে নিই বিস্তারিত।
খেজুরের কাঁচা রস খেলে নিপাহ নামক ভাইরাসে আক্রান্ত হবে মানুষ। নিপাহ ভাইরাসের বাহক প্রধানত বাদুড়। শীতকালে বাদুড় খেজুরের কাঁচা রস খাওয়ার সময় রসের মধ্যে এই নিপাহ ভাইরাসের বিস্তার ঘটায়। ফলে বাদুড়ের মুখ দেওয়া নিপাহ ভাইরাস সংক্রমিত এই কাঁচা খেজুরের রস পানের মাধ্যমে মানুষ আক্রান্ত হয়। একইভাবে বাদুড়ে খাওয়া ফল খাওয়ার মাধ্যমেও এই ভাইরাস ছড়ায়।
ইনস্টিটিউট ফর ইপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ও আইসিডিডিআরবি এ বিষয়ে গবেষণা করেছে। অনুসন্ধান করে দেখা গেছে, রাতে বাদুড় খেজুর গাছে বাঁধা হাঁড়ি অথবা নল থেকে রস খাওয়ার সময় লালার সঙ্গে নিপাহ ভাইরাস রসে যায়। সেই রস যারা খায় তারাই নিপাহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয় এবং মারা যায়। এর কোনো চিকিৎসা বের হয়নি। নিপাহ ভাইরাস মিশ্রিত খেজুর রস যারা পান করেছে তাদের সবারই জ্বর হয়, অচেতন হয়, খিচুনি হয়, বমিসহ মাথাব্যথা, শ্বাস নিতে কষ্ট হয় এমনকি মৃত্যুও হয়। এই রোগকে মস্তিষ্ক প্রদাহ বা এনসেফাইটিস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুর জেলায় অজ্ঞাত রোগ হিসেবে এই রোগের প্রাদুর্ভাব ধরা পড়ে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাস দেখা দেয়। মালয়েশিয়ায় নিপাহ নামক গ্রামে এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে বলে ভাইরাসটিকে ‘নিপাহ’ নামে অভিহিত করা হয়। বাংলাদেশে গত কয়েক বছরে শীতকালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেরই মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিপাহ প্রতিরোধমূলক ব্যবস্থাঃ
যেহেতু নিপাহ ভাইরাসের জন্য কোনো প্রতিষেধক টিকা নেই, তাই আমাদের উচিত সচেতন থাকার মাধ্যমে ভাইরাসটিকে প্রতিরোধ করা।
১। কাঁচা খেজুরের রস পান না করা এবং পাখি দ্বারা আধা খাওয়া ফল না খাওয়া।
২। আক্রান্ত মানুষ থেকে মানুষে ছড়াতে পারে এ রোগ। তাই যারা রোগীদের সেবা দিয়েছেন এবং মৃতদের সৎকার করেছেন, তাদের  দিকেও লক্ষ্য রাখতে হবে।
৩। আক্রান্তদের পরিচর্যা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে     পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না।
৪। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।
৫। রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে।
৬। রোগীর সঙ্গে একই পাত্রে খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না।
৭। রোগীর শুশ্রুষা করার সময় মুখে কাপড়ের মাস্ক পরে নিতে হবে।
৮। যে এলাকায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, সে এলাকায় নিপাহ ভাইরাসের সংক্রমণ বন্ধ হওয়ার পর আরো অন্তত ২১ দিন পর্যবেক্ষণ চালিয়ে  যেতে হবে।