.

.
দ্বিতীয় শীর্ষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দ্বিতীয় শীর্ষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আজ কেমন যাবেঃ ২৪ ডিসেম্বর

By on ১০:৩৩ AM
আজ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) কারো কাছ থেকে কোনো আপ্যায়নের সুযোগ পাবেন। আজ বাইরে কোথাও খেতে যাবার যোগ রয়েছে। খুচরা দোকানদারদের ভালো বেচাকেনার সম্ভাবনা। বকেয়া টাকা আদায় হওয়াতে আর্থিক সংকটের অবসান আশা করা যায়। আজ খাদ্য বিক্রেতা ও পল্ট্রি ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) আপনার মানসিক জোড় বৃদ্ধি পাবে। সরকারী চাকরীজীবীরা নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। আপনার উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। রাজনৈতিক কর্মকান্ডে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না।
আরও দেখুন এখানে

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

সার্ক থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি

By on ৩:৪০ PM
সার্কসহ যেসব আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশ যুক্ত আছে, সেসব আন্তর্জাতিক সংগঠন থেকে পাকিস্তানকে বহিষ্কার করার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের পর পাকিস্তানের বিরূপ মন্তব্যের প্রতিবাদে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার বেলা ১১টায় প্রতিবাদলিপি দিতে রায়েরবাজার বধ্যভূমি থেকে রওনা দেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। সাড়ে ১২টায় বনানী মাঠের কাছে পৌঁছালে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। এরপর তিন সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে প্রতিবাদলিপি নিয়ে যায়। প্রতিবাদলিপি দিয়ে এসে দুপুর দেড়টায় বনানী মাঠের সামনের সড়কে মানববন্ধন করে সেক্টর কমান্ডার্স ফোরাম।
আরও দেখুন এখানে 

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় বৃদ্ধি

By on ৪:১৪ PM
বাংলাদেশের অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা দেড়মাস বাড়ানো হয়েছে।১৫ ডিসেম্বর আবেদনের সময় শেষ হবার কথা ছিল।
জানা যায়, ১৫ তারিখ থেকে বর্ধিত করে আগামী ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
উল্লেখ্য,দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেন। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
আরও দেখুন এখানে 

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

রূপচর্চার কিছু ভুল ধারণা

By on ৩:০৫ PM
রূপচর্চার ক্ষেত্রে অনেক ভুল ধারণা রয়েছে যা আমরা অনেকেই বিশ্বাস করি। কিন্তু এসব ধারণা অনেক ক্ষেত্রেই সত্য নয়। তাই আসুন জেনে নিই রূপচর্চার এমনই কিছু ভুল ধারণা সম্পর্কে।
– নিয়মিত শ্যাম্পুর ব্র্যান্ড পরিবর্তন না করলে তা কাজ করে না- এটা পুরোপুরি ঠিক না। কেউ চাইলে এক শ্যাম্পুই সব সময় ব্যবহার করতে পারেন। পরিবর্তন করে ব্যবহার না করলে তা কাজ করবে না—এ কথা সঠিক নয়।
– রাতে মাথায় তেল দিয়ে শক্ত করে বেণি করে রাখলে চুল দ্রুত লম্বা হয় এই ধারণাও ভুল। বরং প্রতি রাতে চুল শক্ত করে বেঁধে রাখলে চুলের গোড়া নরম ও দুর্বল হয়ে যায়।
– অনেকে বলেন, একটি পাকা চুল তুললে সেই জায়গায় আরও দুটি পাকা চুল ওঠে। তবে এটা একেবারেই ভুল ধারণা। পাকা চুল তুলে ফেলার কারণে সেখানে আরো বেশি পাকা চুল উঠার কোনো সম্ভাবনা নেই।
আরও দেখুন এখানে 

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

খুলে দেওয়া হলো ফেসবুক

By on ৭:৪৮ PM
অবশেষে খুললো সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। বন্ধ হওয়ার ২৩ দিন পর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়। দুপুর ২টা ২৫ মিনিট থেকে সারাদেশের ফেসবুক ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ-ল্যাপটপ-ট্যাব-স্মার্টফোনে মাধ্যমটি সচল দেখতে পান।
এর আগে, দুপুরে সচিবালয়ে ফেসবুক খুলে দেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্য মাধ্যমগুলো বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলে সেসব মাধ্যমও খুলে দেওয়া হবে।
আরও দেখুন এখানে 

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

নিজামীর রায় ৬ জানুয়ারি

By on ২:৪৩ PM
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণা হবে ৬ জানুয়ারি।
আজ দুই পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার রায়ের এই দিন ঠিক করে দেয়।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনার সাঁথিয়ার বাউশগাড়ি, ডেমরা ও রূপসী গ্রামে প্রায় সাড়ে ৪০০ মানুষকে হত্যা, ৩০-৪০ জন নারীকে ধর্ষণ; করমজা গ্রামে নয়জনকে হত্যা, একজনকে ধর্ষণ, বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ; ধুলাউড়ি গ্রামে নারী, পুরুষ ও শিশুসহ ৫২ জনকে হত্যা এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ঊষালগ্নে অসংখ্য বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে গতবছর ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরও দেখুন এখানে

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ঐশীর জরিমানা স্থগিত

By on ৫:৪৭ PM
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর ২০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি বদিউজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আপিলের শুনানি গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়।
ঐশী রহমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঐশী রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।
আরও দেখুন এখানে