.

.

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

পরিচ্ছন্নতার বছর ২০১৬ সাল

By on ১০:৪৪ AM
আসন্ন ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর বলে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই লক্ষ্যে যোগব্যায়ামসহ অভিনব সব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকাবাসীদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম এবং ‘মেডিটেশন’ বা ধ্যান এ উৎসাহিত করার কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মেয়র সাইদ খোকন বলেছেন, ‘মানসিক সুস্থতার জন্য প্রতি মাসে বা তিন মাসে অন্তত একদিন নগরবাসীকে সাদা-জামা পরতে উৎসাহিত করা হবে। সাদা রং পরিচ্ছন্নতার প্রতীক, আমরা হোয়াইট শার্ট ডে ঘোষণা করবো।’
তিনি উল্লেখ করেন, ‘পরিচ্ছন্নতা শুধু শহরের বা শহরের রাস্তাঘাটের নয়, শহরের বাসিন্দা2015-06-28-1435529250-3400116-yoga_3-thumbদের শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। আরও দেখুন এখানে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন