.

.

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আজও স্মৃতিপটে অম্লান শহীদ বুদ্ধিজীবীরা

By on ৩:৪৫ PM
ক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবনা।
দু:সহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
আসলেই ভুলে যাওয়ার মতো নয় বাংলার বুকে ঘটে যাওয়া রক্তাক্ত সেই দিনগুলোর কথা। অনেক হাজার প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলা। সেই দিনগুলোর কথা মনে করলেই যেন বাংলার মানুষের বুক আজও কেঁপে উঠে। হয়তো দেশপ্রেম জেগে উঠার কারণে, হয়তোবা যুদ্ধে প্রাণ হারানো আমাদের ভাইবোনদের আর্তনাদ-চিৎকারের কথা মনে হয়ে। আর যুদ্ধের সময় বাঙালি যে সম্পদ হারিয়েছে, তা হয়তো আজকের এই আধুনিক যুগে এসেও পূরণ হয়নি।
আরও দেখুন এখানে 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন