.

.

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

২৪ তারিখের ছুটি ২৫ তারিখ

By on ১০:৫৫ AM
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ২৪ ডিসেম্বরের ছুটি বাতিল করে ২৫ তারিখ শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

দেশে সব আর্থিক প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। আরও দেখুন এখানে

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

By on ১০:৫৩ AM
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার, ইমপ্লিমেনটেশন-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস

অভিজ্ঞতাঃ ২ বছর



পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার, স্টুডেন্ট সেন্টার-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস

অভিজ্ঞতাঃ ২ বছর



পদের নামঃ পোর্টফোলিও-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস। ব্যবসায় বিভাগ থেকে পাসকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতাঃ ২-৮ বছর। আরও দেখুন এখানে

বক্তব্য প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

By on ১০:৫০ AM
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য ৭ দিনের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

বুধবার রেজিস্ট্রি ডাকে বিএনপির নয়াপল্টন কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে বলেছেন, তিনি স্বাধীনতা চাননি।পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন।খালেদা জিয়ার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান লঙ্ঘনের শামিল। এ জন্য তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নইলে তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে। আরও দেখুন এখানে

ক্রিকেট থেকে নিষিদ্ধ রকিবুল

By on ১০:৪৭ AM
ক্রিকেটের সব ধরণের কার্যক্রম থেকে রকিবুল হাসানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের একটি ম্যাচে টস নিয়ে সন্দেহ এবং পরে সেটা নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে আপাতত কোনো রকম কার্যক্রমে বিবেচনা করা হবে না।

সম্প্রতি এই বিষয়ে বিসিবির আম্পায়ারস কমিটি জরুরি বৈঠকে বসেছিল। রকিবুল হাসানকে কারণ দেখানোর নোটিশ পাঠানো হয় তখন। এ প্রসঙ্গে কমিটির সদস্য সচিব সয়লাব হোসেন বলেন, রকিবুল হাসানকে আপাতত বহিষ্কার করা হয়েছে। তিনি যদি যথাযথ উত্তর নিয়ে ফিরতে পারেন তাহলে তার ব্যাপার পুনরায় বিবেচনা করা হবে। আরও দেখুন এখানে

সেলফি যখন পশুপাখির সাথে

By on ১০:৪৫ AM
‘এমন যদি হতো 3543 (4)
আমি পাখির মতো
উড়ে উড়ে বেড়ায় সারাক্ষণ’।

কখনও নীল আকাশের বালুকাবেলায়; কখনও সাগর নীলের গহীন অতলে। আবার কখনওবা সমুদ্রতটে ফ্যাকাসে এক বিরস দুপুরে বেড়িয়ে পড়লাম প্রকৃতির অবোধ প্রাণের ছোঁয়া পেতে।

এমনই কোনো এক পড়ন্ত বিকেলের নিশ্চুপ নিস্তব্দ মুহূর্তে দেখা হয়ে গেল কাঙ্ক্ষিত সেই সরস প্রাণের সাথে। যাদের প্রতিটি মুখের কথা মন থেকে মনে উড়ে বেড়ায়। এভাবে উড়তে উড়তে কখনও কোনো পথিকের মনের কুঠিয়ে আশ্রয় নিতে চায়। সেখানে পরম মমতায় গভীর আবেশে সযতনে সে বাসযোগ্য আবাসস্থল খুঁজে পায়। তারপর এক কল্পলোকের গল্পকথা। আরও দেখুন এখানে